হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসিতে ৬ লাখ ৭৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২-১৫ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পালিত হবে। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ৬ লাখ ৭৫ হাজার ৫৯২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস। এ সময় ডিএনসিসির মোট ১ হাজার ৯০৫টি কেন্দ্র থেকে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

আজ বুধবার ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

ক্যাম্পেইন সফল করতে সিটি করপোরেশন থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে সভা করা হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি, একটি শিশুও যেন ভিটামিন এ থেকে বঞ্চিত না হয়।’ 

অনুষ্ঠানে ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার একটি ধারণাপত্র তুলে ধরেন। এতে ভিটামিন ‘এ’ এর অভাবে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে ব্যাখ্যা করেন। তিনি বলেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্ত শূন্যতা এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। 

ডিএনসিসি সূত্র জানিয়েছে, ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৬-১১ মাস বয়সী সকল শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। এ ছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩