হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩ যাত্রী 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজায় কর্মরত শ্রমিকেরা জানান, ইসলাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছে টোল আদায় করার সময় দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। 

পরে টোল প্লাজার লোকজন বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সামান্য আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

বাসটি ছাড়াও আগুনে টোল প্লাজার মেইন কেব্‌ল, কম্পিউটার, ১০টি সিসি ক্যামেরা এবং একটি ডায়নামিক ম্যাসেজ সাইনের (ডিএমএস) ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, দুপুরে টোল বুথে বাসটি পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। 

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু