হোম > সারা দেশ > ঢাকা

১০ শতাংশ কোটা পুনর্বণ্টনের দাবিতে সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ

ঢাবি প্রতিনিধি

২০১৮ সালের পরিপত্র বহাল রেখে ১০ শতাংশ কোটা পুনর্বণ্টন ও সংস্কারের দাবিতে সমাবেশ ডেকেছে শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ ঘোষণার আগে আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সভায় মিলিত হয় শিক্ষার্থীরা। সভায় চারটি দাবির বিষয়ে একমত হয় শিক্ষার্থীরা। 

দাবিগুলো হলো—২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অনধিক ১০ শতাংশ কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার করতে হবে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে এ সমাবেশের নেতৃত্ব দেওয়া দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল (সোমবার) আমরা সমাবেশ করব। দাবি আদায় করার বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। তবে আবহাওয়ার কারণে সমাবেশের সময় আগে-পরে হতে পারে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট