২০১৮ সালের পরিপত্র বহাল রেখে ১০ শতাংশ কোটা পুনর্বণ্টন ও সংস্কারের দাবিতে সমাবেশ ডেকেছে শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ ঘোষণার আগে আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সভায় মিলিত হয় শিক্ষার্থীরা। সভায় চারটি দাবির বিষয়ে একমত হয় শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো—২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অনধিক ১০ শতাংশ কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার করতে হবে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে এ সমাবেশের নেতৃত্ব দেওয়া দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল (সোমবার) আমরা সমাবেশ করব। দাবি আদায় করার বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। তবে আবহাওয়ার কারণে সমাবেশের সময় আগে-পরে হতে পারে।’