হোম > সারা দেশ > ঢাকা

হাসানুল হক ইনুদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে: কাদের সিদ্দিকী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয় বরং মানুষের সেবা করার জন্য কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন জানিয়ে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘হাসানুল হক ইনুদের কারণে বঙ্গবন্ধুকে মরতে হয়েছে।’

আজ রোববার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলটিতে গীতিকার, সুরকার, গায়ক নকুল কুমার বিশ্বাসের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘লতিফ (সিদ্দিকী) ভাইয়ের সঙ্গে আমার সব সময় বিরোধ আছে। মরার আগ পর্যন্ত থাকবে। হাসানুল হক ইনুরা ডাকলে বড়ভাই যাবে। আমি মরলেও যাব না। হাসানুল হক ইনুদের জন্য, জাসদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে। অন্য কারও জন্য নয়।’

তিনি বলেন, ‘হাসানুল হক ইনু জিয়াউর রহমানকে ১৭ই নভেম্বরের ক্যু এর মাধ্যমে যেদিন বের করে আনা হয় সেদিন ট্যাংকের ওপর নেচেছিলেন। আমার বোন শেখ হাসিনা তাকে মেনে নিতে পারে, আমি কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর রাজনৈতিক সন্তান, আমি এক দিনের জন্যও তাকে মেনে নেব না।’

মতিয়া চৌধুরী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি মতিয়া চৌধুরীর কথা বলি কারও কারও কষ্ট হয়, কেউ মনে করে এতে শেখ হাসিনা অসন্তুষ্ট হতে পারে, হতেই পারে। শেখ হাসিনার অসন্তুষ্টির জন্য আমি আল্লাহর অসন্তুষ্টি মেনে নেব এই মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করি নাই।’

তিনি বলেন, ‘মতিয়া চৌধুরী এখন বুড়ো হয়ে গেছে, তাও গলায় যে জোর! যৌবনকালে তার গলায় কি জোর ছিল তা আমি শুনেছি, আপনারা নাও শুনতে পারেন। শেখ মুজিবের পীঠের চামড়া দিয়ে তিনি ডুগডুগি বাজাবেন, জুতা বানাবেন। সেই মানুষকে দুনিয়ার সবাই মেনে নিতে পারে, আমি মেনে নিতে পারি না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘অনেকেই আমার বিরুদ্ধে রটান আমি বঙ্গবন্ধুর সঙ্গেও তর্ক করেছি। হ্যাঁ, করেছি। কারণ আমি কারও পদলেহনকারী নই। আমি মানুষের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করেছি। আমার বোধ, বুদ্ধি, বিবেচনা অনুযায়ী আমি চেষ্টা করেছি, করছি।’ 

নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এল। আমি বললাম, কয়েক মাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম এখন আমি ‘টেক’ হয়ে গেছি।’ 

তিনি গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।’

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন