হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভারতীয় পণ্যসহ চার চোরাকারবারি আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ চার চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাব এ তথ্য জানায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিখোলা বাজারঘাট এলাকার মো. কুতুব উদ্দিনের দোকান থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধারসহ তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাকশ্রী গ্রামের সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর মো. কুতুব উদ্দিন (৪০), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কান্দাপাড়া নারায়ণতলা গ্রামের মাসুক মিয়া (২৪), সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের মো. আক্তার হোসেন (৩২) ও আবু সিদ্দিক (৩২)।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক চারজনই একটি চোরাকারবারি চক্রের সদস্য। চক্রটি সুনামগঞ্জ সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি করে। পরে কিশোরগঞ্জের নৌরুট ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় পাঠায়।

মেজর শাহরিয়ার মাহমুদ খান আরও জানান, ১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় ২ হাজার ৯৬৮টি শাড়ি, ৩৯৯টি লেহেঙ্গা, বিপুল পরিমাণ হেয়ার ওয়েল ও কসমেটিকস জব্দ করা হয়। এ বিষয়ে করিমগঞ্জ থানায় মামলা করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট