হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রীদের যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক মুরাদকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আপনার (মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে) বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আজ থেকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

অফিস আদেশে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারেরর বিরুদ্ধে অভিযোগ কী, তা  উল্লেখ করা হয়নি।

তবে কলেজের একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করেছে তিন সদস্য বিশিষ্ট কমিটি। ইতিমধ্যে এ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শিগগির কলেজের পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে মুরাদ হোসেন সরকার বলেন, দুই বছর আগের অভিযোগ হঠাৎ করে কেন সামনে আনা হলো? এতেই বোঝা যায় এ ঘটনাটি ষড়যন্ত্রমূলক।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন