হোম > সারা দেশ > ঢাকা

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করার দাবিতে আর্টক্যাম্প 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘ কর্তৃক ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে আজ শনিবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন জায়গায় চলেছে মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প। সেখানে চারুশিল্পীরা মুক্তিযুদ্ধ ও গণহত্যার ওপরে দিনব্যাপী ছবি এঁকেছেন। 

১৯৭১ সালে রাজধানীর যেসব স্থানে বর্বর গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও জগন্নাথ হল অন্যতম। শনিবার বেলা ১১টা থেকে একযোগে রাজধানীর এই ৫টি স্থানে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন শিল্পী হাশেম খান, বীরেন সোম, মলয় বালা, নিসার হোসেন, রোকেয়া সুলতানা, সামিনা নাফিজ, আব্দুল মান্নান, ফরিদা জামান, কামাল পাশা চৌধুরী, মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন চারুশিল্পী। ছবিগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষণ সাপেক্ষে প্রদর্শনীর আয়োজন করা হবে। 

এ প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘২৫ মার্চ ভয়াল রাতে নিরীহ বাঙালির ওপর পাক বাহিনীর অতর্কিত আক্রমণ ও গণহত্যার ভয়াবহতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সংস্কৃতির সব ধরনের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরা দরকার। যাতে প্রজন্ম থেকে প্রজন্ম তা উপলব্ধি করতে পারে। বাঙালি সাহসী জাতি। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। সেই গৌরব আমরা অক্ষুণ্ন রাখব।’ 

একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই আর্টক্যাম্পে সমন্বয়কারী ছিলেন সৈয়দা মাহবুবা করিম, রেজাউল হাশেম, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান সুজন ও তৈমুর হান্নান। 

এ ছাড়া আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে ‘গণহত্যার বিশ্ব-রাজনীতি ও বাংলাদেশ গণহত্যা: ভুলে থাকা সাংস্কৃতিক দায়’ শীর্ষক একটি সংলাপের আয়োজন করা হয়েছে। একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এদিন বেলা ৩টায় প্রবন্ধ উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম মোজাহার। 

এতে অংশ নেবেন সাংবাদিক জাহিদ রেজা নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক, লেখক ও গবেষক চঞ্চল আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজ সালেকীন, নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু, লেখক ও চলচ্চিত্রকার নূরুল আলম আতিক, লেখক ও সম্পাদক জাফর আহমদ রাশেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সাংবাদিক নজরুল কবির, চলচ্চিত্রকার এন রাশেদ চৌধুরী এবং একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি। 

সভাপতি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সংলাপ সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া ২৫-৩১ মার্চ পর্যন্ত চিত্রশালায় থাকছে পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি বলছে, ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তারই সমর্থনে এই দিবসটিকে শিল্পের আলোয় সাজিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ