তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেনের ছেলে। পরে ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, শুক্রবার সকালে কাজ করছিলেন আব্দুল কুদ্দুস। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা মুসল্লিরা তাকে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।