হোম > সারা দেশ > ঢাকা

আগামী বছরের ডিসেম্বরে চালু হবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর পরীক্ষামূলক চলাচলের সূচনা হয়েছে। রোববার সকাল ১১টা ৫৪ মিনিটে মেট্রোরেল ছাড়া হয়। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।   

সেতুমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন করা হবে। 

সেতুমন্ত্রী জানিয়েছেন জুলাই মাস পর্যন্ত সব মিলিয়ে কাজ এগিয়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ হয়েছে সবচেয়ে বেশি। এ অংশে কাজ হয়েছে ৮৮ দশমিক ১৮ শতাংশ। ১১ দশমিক ৭৩  কিলোমিটার ভায়াডাক্টের দুপাশে বসানো হয়েছে প্যারা পেট ওয়াল। নয়টি স্টেশনের নির্মাণের কাজ পুরোদমে চলছে। এদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত গত মাস পর্যন্ত কাজ এগিয়েছে ৬৭ দশমিক ৭৪ শতাংশ। 

এদিকে, জাপান থেকে মেট্রোরেলের পঞ্চম সেট ট্রেন দেশে আসতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ বছরের ডিসেম্বরে মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও। করোনার কারণে সেটি পিছিয়ে আগামী বছরের ডিসেম্বরে চালু করার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক করতে মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু