হোম > সারা দেশ > ঢাকা

বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩২

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জন হয়েছে। আজ শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়মান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকাল ১০টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। ৩২ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালভিত্তিক হতাহতের বিস্তারিত চিত্র নিম্নরূপ:

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে ৪১ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছে ৮ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে একজন। এখানে কারও মৃত্যুর তথ্য নেই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে কেউ ভর্তি নেই। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে কেউ ভর্তি নেই। তবে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে বর্তমানে কেউ ভর্তি নেই। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে একজন ভর্তি আছে। এখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

টেলিফোনিক বার্তার মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া লাশ উদ্ধার

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু