হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সেই ইটভাটা বন্ধ, লাখ টাকা জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলী জমিতে দীর্ঘদিন ধরে চালু থাকা মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে চালু থাকা মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটখোলাটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ইটখোলাটি বন্ধের পাশাপাশি মালিককে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইটখোলার বৈদ্যুতিক সংযোগ।

’ইটভাটার ধোঁয়ায় নষ্ট শত বিঘার ধানখেত’ শিরোনামে আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের সিদ্ধান্ত, ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণবাবদ সাড়ে ৮ লাখ টাকা আজ বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ কৃষকের প্রায় ১০০ বিঘা জমির ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত, ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণবাবদ সাড়ে আট লাখ টাকা আজ বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করতে হবে। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণ ও তিন ফসলি জমিতে স্থাপিত ওই ব্রিকস ফিল্ড বন্ধের জন্য একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।

তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েই ইউএনও মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান