মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ডেকে (৪২) ১৮ বোতল মদকসহ আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর চায়ের দোকানে অভিযান চালিয়ে দেশি-বিদেশি ১৮ বোতল মদ উদ্ধার করে পুলিশ।
মাদক ব্যবসায়ী রাজা পান্ডে বরিশালের আগৈলঝরা উপজেলার সতিশ চন্দ্র পান্ডের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার আমগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে রাজৈর থানার পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৮ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। রাজা পান্ডে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়ায় বিয়ে করে চায়ের দোকানের আড়ালে শ্বশুরবাড়ি থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, রাজা পান্ডের চায়ের দোকান থেকে মদ উদ্ধারের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।