হোম > সারা দেশ > ঢাকা

রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করলেন সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুল 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ শাহজাদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জে রাষ্ট্রীয় সফরে এসে আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি রবীন্দ্র কাছারি বাড়িতে আসেন। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে ও কোনো প্রকার ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে বাধা দেন বলে জানা গেছে। 

বাংলাদেশ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল আজ শুক্রবার সিরাজগঞ্জে ১৪টি স্থান পরিদর্শনে রাষ্ট্রীয় সফরে এসেছেন। 

দুপুরে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিনি এলেও স্থানীয় কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি। সেখানে ঘণ্টাখানেক পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গাড়িতে সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন। 

রবীন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুলের এটা রাষ্ট্রীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না।’ 

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙ্গণ থেকে বের করে দেয় যৌথবাহিনী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোনো বক্তব্য দিয়ে রাজি হয়নি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু