হোম > সারা দেশ > গাজীপুর

নামাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল রোববার দিবাগত রাতে শবে বরাতের নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।  

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম হোসেন আলী (২২)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘রোববার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা শবে বরাতের নামাজ পড়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে পাওনা টাকা আদায় করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির