হোম > সারা দেশ > ঢাকা

জামান টাওয়ারে আগুন: ষষ্ঠতলার রেস্তোরাঁ থেকে সূত্রপাত

আজকের পত্রিকা ডেস্ক­

বুধবার আগুন নিয়ন্ত্রণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের ষষ্ঠতলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও সেগুলো প্রতিটি সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, জামান টাওয়ারে লাগা আগুনের সূত্রপাত ভবনটির ছয়তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। তবে সেগুলোর প্রতিটি সঠিকভাবে কাজ করেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুব সমস্যা ছিল। মূলত আগুন ছিল ছয়তলায়। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন ওপরে যায় এবং ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা ওপরে কম ছিল, তবে ধোঁয়া ছিল প্রচুর।’

ছালেহ উদ্দিন আরও বলেন, ‘ভেন্টিলেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেওয়া হয়। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগুন নেভানো হয়েছে।’

এর আগে বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ৯টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট