হোম > সারা দেশ > ঢাকা

জামান টাওয়ারে আগুন: ষষ্ঠতলার রেস্তোরাঁ থেকে সূত্রপাত

আজকের পত্রিকা ডেস্ক­

বুধবার আগুন নিয়ন্ত্রণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের ষষ্ঠতলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও সেগুলো প্রতিটি সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, জামান টাওয়ারে লাগা আগুনের সূত্রপাত ভবনটির ছয়তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। তবে সেগুলোর প্রতিটি সঠিকভাবে কাজ করেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুব সমস্যা ছিল। মূলত আগুন ছিল ছয়তলায়। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন ওপরে যায় এবং ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা ওপরে কম ছিল, তবে ধোঁয়া ছিল প্রচুর।’

ছালেহ উদ্দিন আরও বলেন, ‘ভেন্টিলেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেওয়া হয়। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগুন নেভানো হয়েছে।’

এর আগে বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ৯টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই