হোম > সারা দেশ > ঢাকা

উফশী প্রকল্পের ১২৪ জন কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক (উফশী) প্রকল্পের ১২৪ জন কর্মী রাজস্ব খাতে তাদের চাকরি স্থানান্তরের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু উফশী প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার তারা এ দাবি করেন। 

সংগঠনটির সভাপতি মাধব চন্দ্র বাড়ৈ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামানসহ ভুক্তভোগী কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে বলা হয়, শেষ হওয়া উফশী প্রকল্পে তারা কর্মরত ছিলেন। সরকারি সকল আইন মেনে তারা এ প্রকল্পে যোগ দেন। প্রকল্পের ডিপিপিতে মেয়াদ শেষে রাজস্ব খাতে তাদের চাকরি স্থানান্তরের কথা থাকলেও দীর্ঘদিন পার হলেও ডিপিপি অনুযায়ী তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। 

রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে হাইকোর্টে রিট করার কথা জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, রাজস্ব খাতে স্থানান্তর না করায় তারা হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট ১৫৮ জন পিটিশনারদের রাজস্ব খাতে স্থানান্তরের আদেশ দেন। কিন্তু ১৫৮ জনের মধ্যে মাত্র ২৪ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করে পাট অধিদপ্তর। 

পাট অধিদপ্তরে চার শতাধিক শূন্য পদ রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পাট অধিদপ্তরে বর্তমানে কর্মরত জনবল এবং রিটকারীদের শিক্ষাগত যোগ্যতার কোনো পার্থক্য নেই। এ কারণে ১২৪ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য পাট অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন