হোম > সারা দেশ > ঢাকা

উফশী প্রকল্পের ১২৪ জন কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক (উফশী) প্রকল্পের ১২৪ জন কর্মী রাজস্ব খাতে তাদের চাকরি স্থানান্তরের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু উফশী প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার তারা এ দাবি করেন। 

সংগঠনটির সভাপতি মাধব চন্দ্র বাড়ৈ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামানসহ ভুক্তভোগী কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে বলা হয়, শেষ হওয়া উফশী প্রকল্পে তারা কর্মরত ছিলেন। সরকারি সকল আইন মেনে তারা এ প্রকল্পে যোগ দেন। প্রকল্পের ডিপিপিতে মেয়াদ শেষে রাজস্ব খাতে তাদের চাকরি স্থানান্তরের কথা থাকলেও দীর্ঘদিন পার হলেও ডিপিপি অনুযায়ী তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। 

রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে হাইকোর্টে রিট করার কথা জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, রাজস্ব খাতে স্থানান্তর না করায় তারা হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট ১৫৮ জন পিটিশনারদের রাজস্ব খাতে স্থানান্তরের আদেশ দেন। কিন্তু ১৫৮ জনের মধ্যে মাত্র ২৪ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করে পাট অধিদপ্তর। 

পাট অধিদপ্তরে চার শতাধিক শূন্য পদ রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পাট অধিদপ্তরে বর্তমানে কর্মরত জনবল এবং রিটকারীদের শিক্ষাগত যোগ্যতার কোনো পার্থক্য নেই। এ কারণে ১২৪ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য পাট অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১