হোম > সারা দেশ > শরীয়তপুর

ঈদে নতুন জুতা উপহার পেলেন ৬০ ভিক্ষুক

প্রতিনিধি (শরিয়তপুর) ডামুড্যা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়। 

আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়। 

ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’ 

ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’ 

মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’ 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১