কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে করে বেশ কিছুক্ষণের জন্য ভোটারশূন্য হয়ে পড়ে ভোটকেন্দ্র।
বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার সনমানিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটন ও অপর চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রেনুর সমর্থকেরা কেন্দ্রে গেলে তর্কাতর্কি থেকে উত্তেজনা দেখা দেয়। পরে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। খবর পেয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলেছে।