হোম > সারা দেশ > ঢাকা

এপ্রিল থেকে ঢাকার রাস্তায় বাস রাখা নিষিদ্ধ, দুই মেয়রের সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন বছরের ১ এপ্রিল থেকে ঢাকা মহানগর এলাকার মধ্যে নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও বাস ও বাসের কাউন্টার রাখতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে রাজধানীর দুই সিটি করপোরেশনের ‘বাস রুট র‍্যাশনালাইজেশনের’ ২৫তম সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ডিএনসিসির মেয়র আতিকুল বলেন, ‘আজকে আমরা যখন নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি, তখন দেখছি বাসস্ট্যান্ডের সামনে সড়কে বাসগুলো বিশৃঙ্খলা অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। ১ এপ্রিল থেকে ঢাকার দুই সিটির বাসস্ট্যান্ডের ভেতরে বাস রাখতে হবে। রাস্তায় কোন ধরনের বাস রাখা যাবে না। কাউন্টারগুলোও থাকবে টার্মিনালের ভেতরে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস নিয়ে ২৩ নম্বর রুটে যাত্রাপথ চালু হবে। আর এপ্রিল থেকে আর নতুন দুটি রুট চালুর পরিকল্পনা রয়েছে।’

সভা থেকে জানানো হয়, ২৩ নম্বর রুট ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলি, দৈনিক বাংলা হয়ে কাচপুর পর্যন্ত চলবে। ২৪ নং রুট ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশি হয়ে আবদুল্লাহপুর যাবে। আর ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর যাবে।

দিনে ১৪ হাজার যাত্রী নগর পরিবহনের সেবা নেয় জানিয়ে মেয়র তাপস বলেন, ‘যেসব রুটে নগর পরিবহন চলছে, সেখানে যাত্রীদের বেশ সাড়া পাচ্ছি। এখন দিনে প্রায় ১৪ হাজার যাত্রী নগর পরিবহন সেবা দিচ্ছে।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু