হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মনির হোসেন লিটন ও আব্দুর রহিম। খিলক্ষেত এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য দুই চাঁদাবাজকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই চাঁদাবাজরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার শহীদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মনির হোসেন লিটন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াহাট গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুর রহিম।

আজ বুধবার (২৩ এপ্রিল) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায়কারী আব্দুর রহিম এবং মনির হোসেন লিটনকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া দুজন নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট থেকে চাঁদা আদায় করত। এ ছাড়া মনির হোসেন লিটনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ৮টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা অপরাধ স্বীকার করেন। পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন।

অপরদিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর হাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার