হোম > সারা দেশ > ঢাকা

আরেক মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

গ্রাহকের সঙ্গে প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি মাসে মুজাহিদ হাসান ফাহিম বাদী হয়ে রাসেল ও শামীমার বিরুদ্ধে আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে বাদী ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কেনার জন্য মূল্য পরিশোধ করেন। শর্ত ছিল, ইভ্যালি কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করবে। তবে সরবরাহ করতে ব্যর্থ হয় তাঁরা বাদী ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন।

৫ লাখ টাকার চেক দিলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন ইভ্যালি কর্তৃপক্ষ। তাদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তী সময়ে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তারা কোনো টাকা তাঁকে ফেরত দেননি। এরপর উকিল নোটিশ পাঠিয়েও টাকা ফেরত পাননি বাদী। পরে বাদী মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

উল্লেখ্য, একাধিক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও শামীমাকে কারাদণ্ড দিয়েছেন দেশের বিভিন্ন আদালত।

আরও পড়ুন:

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে