মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের শিবপুর কালেন্দি চকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর গ্রামের আরজু মিয়ার পুত্র রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর পুত্র শাহীন (২৮)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে যান রুবেল ও শাহীন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বলেন, বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।