হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশু আলহাজের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে টঙ্গীর নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

শিশুটি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের জয়নগর বাজার এলাকার জরুর মিয়ার ছেলে। শিশুটি টঙ্গীর বসুগাঁও এলাকায় পরিবারের সঙ্গে থাকত। 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বড় ভাই ফরহাদের সঙ্গে বাসা থেকে টঙ্গীর নিমতলী এলাকায় যায় শিশু আলহাজ। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন ট্রেনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনাস্থলটি নরসিংদী রেলওয়ে পুলিশের অধীনে হলে মরদেহটি হস্তান্তর করা হবে। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, শিশু মৃত্যুর ঘটনার খবর এখনো পাইনি। নরসিংদী রেলওয়ে পুলিশের অধীনে হলে মরদেহটি নিয়ে আসা হবে। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ