হোম > সারা দেশ > ঢাকা

হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে বলল ঢাবি সাদা দল 

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সরকারদলীয় নেতা-কর্মী এবং সরকারি বাহিনীর হামলায় শিক্ষার্থী-জনতার নিহত হওয়ার প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। 

আজ শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে ‘বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতা হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে র‍্যালি ও সংহতি সমাবেশ’ করে। 

সংহতি সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা হত্যার বিচার চাই না। কারণ, যারা হত্যা করেছে তাদের কাছে কিসের বিচার চাইব। সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এত শিক্ষার্থী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। সবকিছুর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।’

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, স্বাধীনতার পূর্বে যে আন্দোলন হয়েছে, একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে গেছে—তার নজির কিন্তু বাংলাদেশে নেই। লজ্জায় আর ঘৃণায় কোনো কিছুই বলতে পারি না। এই আন্দোলনের প্রতি কটাক্ষ, তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে এই আন্দোলন এতটুকু পর্যন্ত গড়িয়েছে।’

সংহতি সমাবেশ সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষকনেতা অধ্যাপক আল মোজাদ্দেদ আলফেসানীসহ সাদা দলের বিভিন্ন স্তরে শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক