হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জে কোটালীপাড়ায় বিষ প্রয়োগের ফলে পুকুরে মরে ভেসে ওঠা মাছ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চৌরখুলী গ্রামের মাছ ব্যবসায়ী সিদ্দিক মোল্লা চারটি ঘেরে বোরো ধান চাষ করার জন্য সেখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ে রাখেন। গতকাল রাতে কেউ সেই পুকুরে বিষ প্রয়োগ করলে সব মাছ মরে যায়।

সিদ্দিক বলেন, ‘দেড় মাস আগে আমি চারটি ঘের থেকে প্রায় তিন লাখ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ি। রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। যারা আমার এত বড় ক্ষতি করল, প্রশাসনের কাছে তাদের বিচার চাই।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়া বলেন, ‘ঘটনাটি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা