হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের চার স্টেশন বন্ধ, ট্রেন চলছে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় আজ বৃহস্পতিবার দুপুরে তিনটা নাগাদ। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই পুলিশ বক্সের পাশেই মিরপুর-১০ স্টেশনসহ চারটি স্টেশন বন্ধ রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে স্টেশন বন্ধ থাকলেও চালু আছে ট্রেন চলাচল। 

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) তরফদার মাহামুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে স্টেশন বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে।’ 

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।’ 

সরেজমিনে দেখা যায়, পুলিশ বক্সের আগুন মেট্রোরেল লাইনের নিচ দিয়ে থাকা চতুর্মুখী ফুটওভার ব্রিজেও ছড়িয়ে যায়। সকাল থেকেই মিরপুর-১০ এ অবস্থান নেয় আন্দোলনকারীরা। বেলা ১১টার পর থেকে দফায় দফায় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। সেখানে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। অন্তত পাঁচটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক