হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কে যাত্রীবাহী ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

চলন্ত ট্রাকে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়ে গরু নামিয়ে দেয়। আজ বিকেলে রংপুরে ফেরার পথে ট্রাকের চালক বাড়তি লাভের আশায় বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিলেন।

পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ট্রাকে গ্যাসের লিকেজ থেকে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার বিষয়টি পেছনে থাকা অন্য বাসের যাত্রীরা ট্রাকের চালক ও যাত্রীদের জানালে তাঁরা সবাই অন্যদের সহযোগিতায় দ্রুত ট্রাক থেকে নেমে যান। ফলে ট্রাকের চালক ও যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১