হোম > সারা দেশ > ঢাকা

খামারের পাশে পড়ে ছিল বাবা ও শিশুর লাশ, কর্মচারী পলাতক

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে দুই বছরের শিশুপুত্রসহ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীসংলগ্ন আমিনবাজারের বরদেশী এলাকার রুপালি সৈকত হাউজিং থেকে আজ সোমবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

যাঁদের লাশ উদ্ধার হয়েছে তাঁরা হলেন ফুয়াদ ইসলাম (৫৪) এবং তাঁর দুই বছরের ছেলে আশিকুর রহমান।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

পুলিশ জানায়, ফুয়াদ ইসলামের বাড়ি ফরিদপুরে। বেশ কয়েক বছর ধরে তিনি রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করে আসছিলেন। বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে দুই বছরের শিশুপুত্র আশিকুর রহমানকে রেখে তাঁর স্ত্রী অন্যত্র চলে যান। এরপরে তিনি বাড়ির পাশে একটি গরুর খামার গড়ে তোলেন। জয় নামে এক যুবক খামারটি দেখভাল করতেন।

স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে খামারের পাশেই তাঁরা ফুয়াদ ইসলাম ও আশিকুরের লাশ পড়ে থাকতে দেখেন। ফুয়াদের শরীরে বেশ কিছু কোপের দাগ ছিল। বাবার পাশেই পড়েছিল তাঁর শিশুপুত্রের লাশের খণ্ড খণ্ড অংশ। লাশে পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি তাঁরা সাভার থানাকে জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পিতা-পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খামারের দেখভালের দায়িত্বে থাকা জয় পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব