হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আচরণবিধি ভঙ্গ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার প্রার্থী মাকসুদকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ। 

কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।’ 

শোকজ নোটিশে প্রার্থী মাকসুদ হোসেনকে বলা হয়, ‘আপনি আপনার নির্বাচনী এলাকার অলিগলিতে শত শত পোস্টার অবৈধভাবে বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছেন। এ ছাড়া অনুমতি ব্যতীত অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা আচরণবিধি লঙ্ঘন।’ 

এর আগে, গত শুক্রবার আজকের পত্রিকায় ‘আচরণবিধি ভঙ্গের হিড়িক জাপা নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে মাকসুদ হোসেনের একাধিক ক্যাম্প স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পরদিন প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি পদে রয়েছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ