হোম > সারা দেশ > মাদারীপুর

রক্তমাখা ভ্যান দেখিয়ে দিল ‘খুনিকে’, উদ্ধার গলাকাটা লাশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতলা এলাকায় গতকাল বুধবার রাতে রক্তমাখা ভ্যানসহ আটক যুবককে ঘিরে রাখেন স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা (৬৫) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার সময় ভ্যানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে ছিল। সেই রক্তমাখা ভ্যানই দেখিয়ে দিল ‘খুনিকে’। চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির নাম সৈকত ঢালী (৩৫)।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

জানা গেছে, সড়কের পাশে বৃদ্ধ সাইদ মোল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় খবর দেন। একপর্যায়ে প্রায় দুই কিলোমিটার দূরে রক্তমাখা ভ্যানসহ সৈকত ঢালী নামের এক যুবককে লোকজন ধরে ফেলেন। পরে তাঁকে সাইদের লাশের কাছে নিয়ে এসে বেদম পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে সাইদ মোল্লার লাশ উদ্ধার করেন এবং আটকে রাখা যুবককে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভ্যানচালক শিবচরের কেশবপুর এলাকার হামেদ মোল্লার ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে আটক সৈকত ঢালী পাঁচ্চরের কেরানিবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ ব্যাপারী বলেন, ‘এ ধরনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘খুন হওয়া ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে রক্তমাখা ভ্যান উদ্ধার ও একটি ছুরি জব্দ করা হয়। ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে