হোম > সারা দেশ > টাঙ্গাইল

সারা দিন কিশোরীর খোঁজে মাইকিং, রাতে পোলট্রি ফার্মের পাশে মিলল লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আলমিনা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ৯টার দিকে ছোটচওনা হারুন মার্কেট এলাকার একটি পোলট্রি ফার্মের পাশ থেকে আলমিনার লাশটি উদ্ধার করা হয়। সখীপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

আলমিনা ছোটচওনা হারুন মার্কেট এলাকার হাজীবাড়ি এলাকার আলহাজ মিয়ার মেয়ে। 

কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে আলমিনা তার দাদার ঘরের একটি কক্ষে ঘুমাতে যায়। রোববার সকালে তাকে আর সেখানে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর আলমিনাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ৮টার দিকে খবর আসে স্থানীয় একটি পোলট্রি ফার্মের পাশে আলমিনার লাশ পাওয়া গেছে। 

কিশোরী আলমিনার দাদা আবদুল আজিজের দাবি তাকে কেউ হত্যা করেছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আলমিনা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে চিকিৎসা করানো হয়েছে, এখন সে সম্পূর্ণ সুস্থ। আমার নাতনির খুনিকে ধইরা দিতে হবো, খুনির উপযুক্ত বিচার করতে হবো। খুন কইরা যারা এখানে ফালাইয়া রাখছে আমি তাগো উপযুক্ত বিচার চাই।’ 

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই