হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবে ৩ জনের মৃত্যু 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাতো ভাই কোহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার কনে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বর টুটুল চৌধুরীর সঙ্গে নিহতেরা বরযাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। কনের বাড়িতে দুপুরের খাবারের পর বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। 

তরফপুর ইউপির চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর বর ও কনের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সঙ্গে কথা হলে তিনি ঘটনা জেনেছেন জানিয়ে বলেন, ‘সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরি দল সেখানে পাঠানো সম্ভব হয়নি।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই