হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, থানায় অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আজ রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হঠাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন নৈশপ্রহরী। ততক্ষণে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। 

স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, রাতে নৈশপ্রহরী ফোন করে জানান যে, সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধোয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। 

তিনি আরও বলেন স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ঈর্ষান্বিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’ 

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি দেখা হচ্ছে।’ 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন