হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, থানায় অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আজ রোববার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, শনিবার রাতে অফিস সহকারী কাম নৈশপ্রহরী এবং স্থানীয়রা হঠাৎ অফিস কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন নৈশপ্রহরী। ততক্ষণে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। 

স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, রাতে নৈশপ্রহরী ফোন করে জানান যে, সে খাবার খেয়ে ফিরে এসে অফিস রুমে ধোয়া ও আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে কক্ষে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে যায়। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। 

তিনি আরও বলেন স্থানীয় ছেলেরা স্কুল মাঠে খেলাধুলা করতো, তা বন্ধ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ঈর্ষান্বিত হয়েই এই কাজটা করেছে। এতে ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করেছে।’ 

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি দেখা হচ্ছে।’ 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ