হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইসি প্রমাণ করেছে তারা স্বাধীন, শোকজের জবাব দিতে গিয়ে শামীম ওসমান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে শোকজ করে চিঠি দেওয়া হয়। সেই চিঠির জবাব দিতে গিয়ে ইসির ভূয়সী প্রশংসা করেছেন শামীম ওসমান। গতকাল শনিবার তাঁকে শোকজ করে ইসির অনুসন্ধান কমিটি। 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় আদালতে গিয়ে শোকজের ব্যাখ্যা প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন প্রমাণ করেছেন তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদের ওই দক্ষতা আছে। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবে।’ 

তিনি আরও বলেন, ‘অনেকের মুখে চুনকালি দিয়ে বর্তমান নির্বাচন কমিশন প্রমাণ করেছে, তারা সম্পূর্ণ স্বাধীন। অনেকে এই নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন করেছেন। আমি আমার জীবনে অনেকগুলো নির্বাচন করেছি। আমি দেখি নাই কখনো একটি পত্রিকার সংবাদের কারণে প্রার্থীকে তলব করা হয়। সেই মোতাবেক আমার দুঃখ পাওয়ার কথা। কিন্তু আমি দুঃখ না পেয়ে আনন্দিত হয়েছি।’ 

শামীম ওসমান বলেন, ‘ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে। সেই শান্তির প্রতীক হচ্ছে নৌকা। সেই কারণেই এই বিষয়টি সামনে এসেছে। আমি কোনো মিছিল করিনি বা মিছিল করার জন্য নেতা-কর্মী নিয়ে আসিনি। মনোনয়ন জমা দেওয়ার দিনেও শুধু ছেলেকে নিয়ে হাজির হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি আমাদের দ্বিতীয় দায়রা জজের মাধ্যমে অনুরোধ জানিয়েছি, শুধু নির্বাচনের প্রার্থীদেরই নিয়ন্ত্রণ নয়, যারা নির্বাচনকে বানচাল করার জন্য দেশে জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। জনগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলি খোকন প্রমুখ।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট