হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় মিলন (৪০) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এক প্রাইভেটকার চালক ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বলেন, ‘রাত ১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর দিয়ে প্রাইভেটকার নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আমার গাড়ির সামনে পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’

তিনি আরও বলেন, ওই ব্যক্তি পিকআপ চালক। তার সঙ্গে পিকআপের হেলপারও ছিল। মোবাইল ফোনে কথা বলতে বলতে পিকআপ চালিয়ে যাচ্ছিল। তখন হাত থেকে মোবাইল রাস্তায় পরে যায়। পিকআপ থামিয়ে মোবাইল আনতে রাস্তায় গেলে যেকোনো একটি যানবাহনের চাপায় গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মহাখালী থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যারা নিয়ে এসেছেন জানান, ওই ব্যক্তি রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় মহাখালী ফ্লাইওভারের ওপর পড়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কী ঘটেছে জানার জন্য পিকআপের হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির