হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় মিলন (৪০) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এক প্রাইভেটকার চালক ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বলেন, ‘রাত ১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর দিয়ে প্রাইভেটকার নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আমার গাড়ির সামনে পড়ে থাকতে দেখি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’

তিনি আরও বলেন, ওই ব্যক্তি পিকআপ চালক। তার সঙ্গে পিকআপের হেলপারও ছিল। মোবাইল ফোনে কথা বলতে বলতে পিকআপ চালিয়ে যাচ্ছিল। তখন হাত থেকে মোবাইল রাস্তায় পরে যায়। পিকআপ থামিয়ে মোবাইল আনতে রাস্তায় গেলে যেকোনো একটি যানবাহনের চাপায় গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মহাখালী থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যারা নিয়ে এসেছেন জানান, ওই ব্যক্তি রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় মহাখালী ফ্লাইওভারের ওপর পড়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কী ঘটেছে জানার জন্য পিকআপের হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই