ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে প্রায় ৩৪ হাজার যানবাহন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর ওপর দিয়ে ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানীর সঙ্গে সড়কপথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম। ঈদের সময় ঘরমুখী মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজট। এই সড়ক দিয়ে দেশের অন্তত ২৩-২৪টি জেলার যানবাহন চলাচল করে।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ৯টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়েও ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা সার্বক্ষণিক টোল প্লাজা সচল রাখার চেষ্টা করছি। যদি সফটওয়্যারে সমস্যা হয়, তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হবে।’