হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মারা গেছেন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলে এলাহী মো. গোলাম কাদের (৮১) ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল আসরের নামাজের পর বাজিতপুর কলেজ মাঠে প্রথম এবং মাগরিবের নামাজের পর কিশোরগঞ্জ সদরের বিন্নগাঁও স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা জন্মস্থান করমূলি গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

গোলাম কাদের স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি ছিলেন। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফজলে এলাহী মো. গোলাম কাদের একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন মাস্টারের বড় ছেলে। তিনি বাজিতপুরের ঐতিহাসিক বিদ্যাপীঠ পরাগ মেলা কল্লোল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

গোলাম কাদের ছিলেন বহুগুণে গুণান্বিত। তিনি ছিলেন শিক্ষা অনুরাগী, হাজারো মানুষ গড়ার কারিগর। বাজিতপুর জেলা চাই আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টার পাশাপাশি তিনি ছিলেন বাজিতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি।

ফজলে এলাহী মো. গোলাম কাদেরের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট