হোম > সারা দেশ > গাজীপুর

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে আবু তাহের (৬৫) নামে আরও এক মুসল্লি মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। এ নিয়ে ইজতেমার এই পর্বে মোট ছয়জন মারা গেলেন।

মৃত আবু তাহের কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে।

বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই মুসল্লি মারা গেছেন। জানাজা শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, এর আগে গত শুক্রবার ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৪) মারা যান। আগের দিন বৃহস্পতিবার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

উল্লেখ্য, আজ রোববার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমা।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে