হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে গ্রিন ইউনিভার্সিটি উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। 

আজ সোমবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সহকারী অধ্যাপক নাঈম মিয়াজী, হাসান আল জুবায়ের রনি প্রমুখ। 

পরে বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন প্রতিযোগিতার মশাল প্রজ্বলন অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন গ্রিন ইউনভার্সিটির উপাচার্য। এ সময় তিনি বলেন, ‘শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সেখানে পড়ালেখা যেমন থাকবে, তেমনি দেহ ও মনের বিকাশের লক্ষ্যে খেলাধুলাও থাকতে হবে। সে লক্ষ্যে বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘সুস্থ দেহ ও মনের জন্য বঙ্গবন্ধু নিজেও খেলাধুলায় উৎসাহ দিতেন। শুধু তাই নয়, তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। সুতরাং সরকারি উদ্যোগে খেলাধুলার এই আয়োজন শিক্ষার্থীদের মনন বিকাশে বড় ভূমিকা রাখবে।’ 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে