হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতার এলোপাতাড়ি গুলি: আহত ব্যবসায়ীর ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জনতার ওপর এলোপাতাড়ি গুলি চালান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ভাতিজা। এ সময় গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ী মামুন ভুঁইয়া মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) সালাহউদ্দিন কাদের।

এর আগে মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় গুলির ওই ঘটনা ঘটে।  ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়িয়ে আনতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে। বাবু জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।

স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। ৫ আগস্টের পরেও ছাত্রলীগের এ নেতা ঝটিকা মিছিল করেছেন। গতকাল সকালে মাঝিপাড়া এলাকায় খোকাকে দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়।

খোকাকে আটকে রাখার খবর পেয়ে দলবল নিয়ে হাজির হন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু। তিনি খোকাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জনতার দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন ভুঁইয়া।  

এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে বাবু দৌড়ে পালিয়ে যান। পরে ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দেওয়া হয়। খোকা বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন।

তবে গুলির ঘটনায় ‘ভাতিজার যুক্ত থাকার বিষয়টি সত্য নয়’ দাবি করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি খোঁজ নিয়েছি। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি বাবুকে জিজ্ঞেস করেছি। সে বলেছে, আমি এখানে জড়িত নই, মুড়াপাড়া ইউনিয়নের কিছু লোক এসে ঝামেলা করেছে। আমি ঘটনাস্থলেও যাইনি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি এই কাজ করেছি বা ঘটনাস্থলে গিয়েছি, তাহলে আপনি যেই শাস্তি দিবেন তা মাথা পেতে নেব।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনির শিকার খোকাও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবু পলাতক। এ ঘটনায় মামুনের পরিবার রাতেই থানায় জাহিদুল ইসলাম বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২