হোম > সারা দেশ > গাজীপুর

গত নির্বাচনে ৯৫ ভাগ লোক ভোট দেয়নি: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘গত নির্বাচনে বাংলাদেশের ৯৫ ভাগ লোক ভোট দেয়নি। এই নির্বাচন হয়েছে একতরফা। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় না, যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ থাকে না, সে নির্বাচনকে নির্বাচন বলা যায় না।’

আজ সোমবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ হেফাজতে মৃত শফি মাস্টারের স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগ যে কাজটি করেছে, তাতে তারা নিজেরাই নিজেদের কবর রচনা করেছে। এই সরকার কোনো আন্দোলনের মাধ্যমে পতন হবে না, এই সরকার নিজেরাই তাদের পতন ঘটাবে। তা বেশি দিন বাকি নেই।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেনি, জয়লাভ করেছে বিএনপি। বিগত দিনে আওয়ামী লীগ যা সুনাম অর্জন করেছিল, গত নির্বাচনে তা ধূলিসাৎ হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, নির্বাহী সদস্য ওমর ফারুক সাফিন, জেলার সিনিয়র সহসভাপতি ডা. সফিকুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সদস্যসচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া ডোয়াইপাকুরি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক শিক্ষক শফি উদ্দিন (৭২) পুলিশ হেফাজতে গত ২৫ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ২৬ অক্টোবর রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পুরোনো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফি উদ্দিন মারা যান।

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ