হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর দুই হাত ও এক পা ভেঙে পালিয়েছেন মা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাসের শিশুসন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়েছেন তারই মা। উপজেলার সাদিপুর ইউনিয়নের এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছর ও আট মাস বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। গত ১৩ মার্চ আট মাসের সন্তানের দুটি হাত ও এক পা ভেঙে বাড়ি থেকে চলে যান মা।

এ বিষয়ে শিশুটির বাবা আশরাফুল বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে সামান্য তর্কবিতর্ক হলে দা-বঁটি নিয়ে সে কয়েকবার আক্রমণ করেছে, এমনকি আমার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য সোনারগাঁ থানায় একটি অভিযোগ জানিয়েছি।’

আশরাফুল আরও বলেন, ‘রাতে প্রায়ই স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরত। ফিরে আসার পরই যেকোনো অঘটন ঘটাত। স্ত্রীর পরকীয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট