হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর দুই হাত ও এক পা ভেঙে পালিয়েছেন মা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাসের শিশুসন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়েছেন তারই মা। উপজেলার সাদিপুর ইউনিয়নের এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছর ও আট মাস বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। গত ১৩ মার্চ আট মাসের সন্তানের দুটি হাত ও এক পা ভেঙে বাড়ি থেকে চলে যান মা।

এ বিষয়ে শিশুটির বাবা আশরাফুল বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে সামান্য তর্কবিতর্ক হলে দা-বঁটি নিয়ে সে কয়েকবার আক্রমণ করেছে, এমনকি আমার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য সোনারগাঁ থানায় একটি অভিযোগ জানিয়েছি।’

আশরাফুল আরও বলেন, ‘রাতে প্রায়ই স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরত। ফিরে আসার পরই যেকোনো অঘটন ঘটাত। স্ত্রীর পরকীয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির