হোম > সারা দেশ > ঢাকা

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার (২৩ জুন) রাত থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবারও তাঁদের অবস্থান করতে দেখা গেছে।

এর আগে গতকাল তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ সকাল ১০টার মধ্যে প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা না হলে তাঁরা যুমনা ঘেরাও করবেন।

এরই মধ্যে আজ সকালে শাহবাগ থানা-পুলিশ তাঁদের সঙ্গে মধ্যস্থতা করেন। পুলিশ তাদের জানায়, ৯ জনের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। আন্দোলনরত বিডিআর সদস্যরা পুলিশের প্রস্তাবে রাজি হয়ে আপাতত তাদের মার্চ ফর যমুনা পদযাত্রা স্থগিত করে জাদুঘরের সামনেই অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, ‘দুপুর ১২ টায় আমাদের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে যাওয়ার আশ্বাস দেওয়া হলেও কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাদের নেতৃবৃন্দের তরফ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করব।’

চাকরিচ্যুত বিডিআর সদস্যের ৯ প্রতিনিধি হলেন; সুবেদার ফখরুদ্দিন, নায়েব সুবেদার তৌহিদ, হাবিলদার মনিরুজ্জামান, দেলোয়ার, এস এ খান, ফয়জুল, রেজা মামুন, ইসহাক ও নাজমুল।

তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে