হোম > সারা দেশ > ঢাকা

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার (২৩ জুন) রাত থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবারও তাঁদের অবস্থান করতে দেখা গেছে।

এর আগে গতকাল তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ সকাল ১০টার মধ্যে প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা না হলে তাঁরা যুমনা ঘেরাও করবেন।

এরই মধ্যে আজ সকালে শাহবাগ থানা-পুলিশ তাঁদের সঙ্গে মধ্যস্থতা করেন। পুলিশ তাদের জানায়, ৯ জনের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। আন্দোলনরত বিডিআর সদস্যরা পুলিশের প্রস্তাবে রাজি হয়ে আপাতত তাদের মার্চ ফর যমুনা পদযাত্রা স্থগিত করে জাদুঘরের সামনেই অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, ‘দুপুর ১২ টায় আমাদের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে যাওয়ার আশ্বাস দেওয়া হলেও কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাদের নেতৃবৃন্দের তরফ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করব।’

চাকরিচ্যুত বিডিআর সদস্যের ৯ প্রতিনিধি হলেন; সুবেদার ফখরুদ্দিন, নায়েব সুবেদার তৌহিদ, হাবিলদার মনিরুজ্জামান, দেলোয়ার, এস এ খান, ফয়জুল, রেজা মামুন, ইসহাক ও নাজমুল।

তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১