হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরব পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা সিলেট থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

নাশকতার মামলায় কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে ভৈরব থানার পুলিশ সিলেট থেকে তাঁদের আটক করে।

সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বাসা থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ভৈরব থানার একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তাঁরা হলেন- ভৈরব পৌর বিএনপির সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আল-মামুন।

এর আগে গতকাল শনিবার ভোরে ভৈরব থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখ্যান করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির