হোম > সারা দেশ > ঢাকা

৮৬৮ কোটি টাকা পাচার: ৪ জনের নামে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের অভিযোগে করা পৃথক দুই মামলায় চারজনের নামে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানান।

দুদকের এ পরিচালক বলেন, এই দুই অভিযোগপত্র শিগগির আদালতে দাখিল করা হবে।

একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার। অন্যটির অভিযোগপত্রভুক্ত দুজন হলেন—ভিশন টেল লিমিটেডের এমডি রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামান।

অ্যাপল গ্লোবাল টেলের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচার করা হয়েছে। আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই মামলা করে দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। তিনিই এ মামলার তদন্ত করেন।

ভিশন টেলের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এ মামলাও করেন দুদকের পরিচালক জালালউদ্দিন আহম্মদ। এ মামলার তদন্তও করেন তিনি।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক