হোম > সারা দেশ > ঢাকা

৮৬৮ কোটি টাকা পাচার: ৪ জনের নামে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের অভিযোগে করা পৃথক দুই মামলায় চারজনের নামে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানান।

দুদকের এ পরিচালক বলেন, এই দুই অভিযোগপত্র শিগগির আদালতে দাখিল করা হবে।

একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার। অন্যটির অভিযোগপত্রভুক্ত দুজন হলেন—ভিশন টেল লিমিটেডের এমডি রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামান।

অ্যাপল গ্লোবাল টেলের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচার করা হয়েছে। আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এই মামলা করে দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। তিনিই এ মামলার তদন্ত করেন।

ভিশন টেলের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এ মামলাও করেন দুদকের পরিচালক জালালউদ্দিন আহম্মদ। এ মামলার তদন্তও করেন তিনি।

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে