হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ঋণের টাকা জোগাতে ডাকাতিকালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতিকালে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মিজানুর রহমান এ কথা বলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫), একই উপজেলার আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে মো. মোরশেদ খান ওরফে কামাল (৪০) এবং একই উপজেলার চোরখুলী গ্রামের রহম ভূঁইয়ার ছেলে শওকত ভূঁইয়া (৫০)।

সংবাদ সম্মেলনে এসপি জানান, তাঁরা ঋণের টাকা জোগাড় করতে গিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। সে অনুযায়ী তৃতীয়বারের চেষ্টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে ডাকাতির সময় বাড়ির মালিক পল মজুমদারের ছেলে প্রিয়াস মজুমদারকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামিউল শেখ ও মো. মোরশেদ ওরফে কামালকে শুক্রবার আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে অপর আসামি শওকত আলী ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ১১ মার্চ হত্যা ও ডাকাতির ঘটনার দিন নিহত প্রিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ১২ মার্চ নিজ বাড়ি থেকে সামিউল শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় মো. মোরশেদ ওরফে কামাল নামের আরও একজনকে। ১৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপালগঞ্জ শহর থেকে চুরিসহ ১১ মামলার আসামি শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন উপস্থিত ছিলেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’