হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মহাসড়কে বাস ভাঙচুর, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গাড়ি ভাঙচুর এবং মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। পুলিশ এসে আগুন সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আজ রোববার সকালে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে দুটি বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। উপজেলার জৈনা বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে দাঁড়িয়ে থাকা প্রভাতি পরিবহনের একটি ও তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল সরকারের নেতৃত্বে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। এ সময় সড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। 

মাওনা হাইওয়ে থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি ভাঙচুরের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১