হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, কোটি টাকার মালামাল পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তুরাগের ধউরের নিশাত নগরের আল-আমিন প্যাকেজিং ফ্যাক্টরিতে আজ শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টারও চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, ভোররাতে হঠাৎ করে কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানান, অগ্নিকাণ্ডে ফ্যাক্টরিতে থাকা মেশিন, কার্টনসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৩-৪ কোটি টাকা।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগে একটি কার্টন ফ্যাক্টরিতে ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হন নাই।’ 

আলম হোসেন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির মেশিন, কার্টনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই