হোম > সারা দেশ > টাঙ্গাইল

গর্তের পানিতে প্রাণ গেল দুই ভাইয়ের

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধনবাড়ী ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মমিনপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ধনবাড়ী উপজেলার মমিনপুর মধ্যেপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে (৩) সোয়াইব আহমেদ শরীফ এবং পার্শ্ববর্তী মধুপুর উপজেলার আমিনুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শরীফ ও আরাফাত বাড়ির পাশেই খেলা করছিল। বেশ কিছুক্ষণ পর ওদের দেখতে না পেয়ে শরীফের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে বাড়ির পাশের ডোবায় দুটি নিথর দেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

সোয়াইব আহমেদ শরীফের চাচা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওই জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে তার জন্য জমি একপাশে নিজেরাই ভেকু মেশিন দিয়ে গর্ত করেছিলাম। আজ সেই গর্তে জমে থাকা পানিতেই আমাদের সন্তানেরা মারা গেল।’

শরীফের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘ভেকু মেশিন দিয়ে গর্ত করার সময় বারবার নিষেধ করেছি বেশি গর্ত না করতে। বেশি গর্ত করলে পোলাপান পইরা মরার ভয় থাকব। আজ সেই গর্তই আমাদের সর্বনাশ করল।’

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, সংবাদ পেয়ে অফিসার পাঠিয়েছি সুরতহাল করা হয়েছে। এই মৃত্যুর ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি