হোম > সারা দেশ > ঢাকা

১৫ ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের অংশ: সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট একই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলী। শনিবার (১২ আগস্ট) ঢাকা স্কুল অব ইকোনমিকসে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়েই দেশের উন্নয়নে সচেষ্ট। শেখ হাসিনা একটি সুন্দর দেশ দিতে চেয়েছিলেন যেখানে জনগণের কল্যাণ সব থেকে ঊর্ধ্বে। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের প্রফেসর ড. আইরিন আক্তার। তিনি বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা দেশের কল্যাণ করেছেন এবং এখন আমরা একটি গণতান্ত্রিক দেশে আছি যেখানে মানুষ উন্নতি করছে। এ সময় সকল অপরাধীর শাস্তি দাবি করেন তিনি। 

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির বাসায় একদল দুর্বৃত্ত নির্মমভাবে হত্যা করে। ১ আগস্ট ২০০৪ একইভাবে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের সহকারী অধ্যাপক রেহানা পারভিন, সহকারী অধ্যাপক ডা. সারা তাসনিম, প্রভাষক শামীম আহমদ, উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের সভাপতি জামাল হোসেন, এস এম সাব্বির হাসান ও রিদম দেবনাথ প্রমুখ। 

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস ঘটনার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন